আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গবার (১ফেব্রুয়ারি) দিনব্যাপী আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মাকসুদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ক্রীড়া ভাষ্যকর মোঃপলাশ খান ও আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃকামরুল হাসান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিএম নকিবুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সবিতা রাণী ভদ্র, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা:পান্না খাতুন, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষক মোল্লা মতিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা ফয়জুর রহমান লাভু।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর