চট্টগ্রামে ১৭৯১ ক্যান হেনিকেন বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নুরুল আবছার।
তিনি জানান, সোমবার (৩০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে স্পিডবোট থেকে ১৭৯১ ক্যান হেনিকেন বিয়ার একটি প্রাইভেটকারে তোলার সময় মোঃ রুহুল আমিন (৩১) ও মোঃ নিজাম উদ্দিন (২৬) নামের দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে একটি স্পিডবোট ও একটি প্রাইভেটকার জব্দ করে র্যাব-৭। গ্রেফতারদের মধ্যে রুহুল আমিন নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন পূর্ব লক্ষীদিয়া গ্রামের প্রয়াত সায়েদুল হকের ছেলে। আর নিজাম উদ্দিন নগরীর পতেঙ্গা থানাধীন বিজয়নগর এলাকার প্রয়াত বাবুল হকের ছেলে।
তাদের পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান নুরুল আবছার।
বার্তাবাজার/এম আই