বরিশালের উজিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড পরমানন্দশাহ্ (রসুলাবাদ) মাদক ও সন্ত্রাসমুক্ত মাদক ব্যবসায়ী রানার হাত থেকে বাঁচতে চাই এই স্লোগানকে সামনে রেখে এলাকার গণ্যমান্য ও সুশীল সামাজের ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় পরমানন্দশাহ্ (রসুলাবাদ) সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের মঠে গ্রামবাসী এ মতবিনিময় সভার আয়োজন করে।
ওই এলাকার অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আব্দুল আজিজ ঢালীর সভাপতিত্বে মো.সহিদুল ইসলাম খাঁন, পৌর কমিশনার মো.খবির হোসেন হাওলাদার, সাবেক কমিশনার মো.কাইয়ুম খাঁন, ব্যবসায়ী মো.হাইয়ুম খাঁন, শিক্ষক মো. রাইসুল ইসলাম প্রমুখ।
মাদক ব্যবসায়ী রানার হাত থেকে পরমানন্দশাহ্ গ্রামকে বাঁচাতে প্রশাসনের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষর সুদৃষ্টি কামনা করেন।
বার্তাবাজার/এম আই