তাড়াইলে ইমাম সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে ৭০জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও উপজেলার সাতটি ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনের ৩০জন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন এর সভাপতিত্বে উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার নুুুুরুল আলম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত।

প্রধান অতিথি তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সমাজে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন, ইসলামি ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর