লালমনিরহাটে সীমান্ত এলাকা থেকে পাঁচ কেজি স্বর্ণ সহ আটক ১

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের (১৫ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ দিঘলটারী বিওপির সীমান্ত এলাকা থেকে ৫২৪৮.৭২ গ্রাম ওজনের ৪৫টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সোমবার ৩১ জানুয়ারী ভোরের দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি একটি বিশেষ টহল দল পাঁচ কেজি স্বর্নের চালানসহ একজন আটক করে।আটককৃত পাঁচারকারীর নাম মোঃ আজিজার রহমান। তিনি আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বানিয়াটারি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক, লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেনদুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী বিওপির কুটিরচর এলাকা দিয়ে একজন লোক ভারতে স্বর্ণপাঁচার করবে।

ওই সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় দিঘলটারী বিওপি কমান্ডার এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল ক্যাম্পথেকে দুইকিলোমিটার উত্তর পূর্ব দিকে ৯২৫/৭ পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে কলাবাগানে অবস্থান করে।এরপর ওই স্বর্ণ ব্যবসায়ী টহলদলকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ০২টি প্যাকেট উদ্ধার করে। পরবর্তীতে বিজিবি টহলদল অধিনায়কের উপস্থিতিতে প্যাকেট দুইটি খুলে ৪৫টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫২৪৮.৭২ গ্রাম যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৪,৫০,০০,০০০/- (চার কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আদিতমারী থানায় স্বর্ন চোরাচালান ও অবৈধ পাচার আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।আর জব্দকৃত স্বর্ণ লালমনিরহাট ট্রেজারী অফিসে জমা করণেরকার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর