ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ও বুড়াইচ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ আনুষ্ঠানিকভাবে পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছেন। নিয়ম অনুযায়ী বিদায়ী চেয়ারম্যান পরিষদে হাজির হয়ে নতুন চেয়ারম্যানকে দায়িত্ব বুঝে দেওয়ার কথা থাকলেও উপজেলার বুড়াইচ ইউনিয়ন পরিষদে তেমনটি দেখা যায়নি। ইউনিয়নটিতে সদ্য সাবেক চেয়ারম্যান পরিষদে হাজির না হওয়ায় ইউপি সচিব উপস্থিত থেকে নতুন চেয়ারম্যানকে বরণ করে দায়িত্ব বুঝে দিয়েছেন।
তবে উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদে ঘটেছে এর ব্যতিক্রম। এ পরিষদের সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান স্ব-শরীরে হাজির হয়েছেন দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে। দায়িত্ব হস্তান্তরের এক মুহূর্তে নবাগত চেয়ারম্যান খান সাইফুল ইসলামকে বুকে টেনে নেন তিনি। এ সময় ফুল দিয়ে বরণ করা ছাড়াও নতুন চেয়ারম্যানের মুখে নিজের হাতে মিষ্টি তুলে দিয়েছেন ইনামুল হাসান।
শুধু চেয়ারম্যান নয় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ পরিষদের পরাজিত ইউপি সদস্যরাও। নতুনদের বরণ ও সাবেকদের ফুল দিয়ে বিদায়, একে অপরকে মিষ্টিমুখ করানো পুরো অনুষ্ঠানই যেন অন্যরকম আনন্দ এনে দিয়েছিলো উপস্থিত সবাইকে। যদিও ভোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এসব প্রার্থীদের কাছে হেরেছিলেন তারা।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের ব্যতিক্রম এ সব ছবি মোবাইলে ধারণ করেন উপস্থিত অনেকে। মুহূর্তে তারা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। পরে ভাইরাল হওয়া ছবিগুলো বেশ প্রশংসা কুড়িয়েছে।
এরআগে সোমবার সকাল সাড়ে ১১টায় বুড়াইচ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদয়ী চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে উপস্থিত হতে দেখা যায়নি। পরে ইউপি সচিব ইতেখার আহমেদ নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া পান্নুকে বরণ করে নিয়ে দায়িত্বভার বুঝিয়ে দেন।
বার্তাবাজার/জে আই