ফের বাড়ল বিদ্যুতের দাম, বুধবার থেকে কার্যকর

ফের বেড়েছে বিদ্যুতের দাম। সোমবার পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। ১ ফেব্রুয়ারি (বুধবার) থেকে বর্ধিত দাম কার্যকর হবে।

সোমবারের তারিখ দিয়ে প্রজ্ঞাপন জারি হলেও প্রকাশ করা হয় মঙ্গলবার।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে সরকারের নির্বাহী আদেশে এ দাম বাড়ানো হয়।

গ্রাহক পর্যায়ে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীর জন্য প্রতি ইউনিটে ২০ পয়সা দাম বেড়েছে। তিন টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ১৪ পয়সা করা হয়েছে।
পাইকারি পর্যায়ে ৬ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮ টাকা ১০ পয়সা।

এর আগে গত নভেম্বরে বিইআরসি পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৯২ শতাংশ দাম বাড়ায় বিদ্যুতের, যা ডিসেম্বরে কার্যকর হয়।
এবার প্রতি ইউনিটে গড়ে দাম বেড়েছে ৫ শতাংশ। গ্রাহক পর্যায়ে গত ১৪ বছরে এ নিয়ে ১১তম বারের মতো বাড়ল বিদ্যুতের দাম।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর