ঘোড়াঘাটে অর্ধশত বাড়িতে আগুন : ব্যক্তিগত সহযোগীতা ছাড়া কিছুই পায়নি ক্ষতিগ্রস্থরা

দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমার বিরোধে দুই যুবক হত্যাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার অর্ধশত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনার চারদিন পার হলেও, সরকারী ভাবে আগুনে ক্ষতিগ্রস্থরা এখন পায়নি কোন মানবিক সহযোগীতা। তবে ব্যাক্তি উদ্দ্যেগে অনেকে চাল, ডাল ও শীতের পোশাক নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে।

গতকাল রবিবার (২৯ জানুয়ারি) সন্ধায় ব্যক্তিগত উদ্দ্যোগে ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে জন প্রতি ১০ কেজি চাল, ডাল, তেল, আলু. পেঁয়াজ ও লবণ বিতরণ করেন। এসময় ৫০ জন ক্ষতিগ্রস্ত পরিবার এই সহযোগীতা পায়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ৩নং সিংড়া ইউপির
চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন, ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ কবির।

একই সময় ক্ষতিগ্রস্থ গ্রামে পৌরসভার হিলি মোড় এলাকার কয়েকজন যুবক ৩০০ কেজি চাল বিতরণ করেন। এসব যুবক নিজ গ্রাম থেকে ক্ষতিগ্রস্থদের জন্য চাল সংগ্রহ করেছে। এছাড়াও একই দিন পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা গ্রামের কয়েকজন যুবক তাদের নিজ এলাকা থেকে শীতের পোশাক সংগ্রহ করে ঘোড়াঘাটে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করে।

এর আগে গত শনিবার আগুনে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সহযোগীতা নিয়ে দাঁড়ায় দিনাজপুর জেলা পুলিশ। তারা ক্ষতিগ্রস্থতের মাঝে ৩০০ শতাধিক কম্বল বিতরণ করে।

আগুনে ক্ষতিগ্রস্থ মোসলেমা বেগম বলেন, ‘চারদিন আগে হামার বাড়িঘর পুড়ে দিছে। খায়া না খায়া হামার দিন চলোছে। হামার চেয়ারম্যান আর কয়েকটা ছোলপোল চাল, ডাল দিয়া গেলি। এল্লা কয়দিন খামো। পুলিশের লোকজন কম্বল দিয়া গেছে।’

তৌহিদুর রহমান নামে আরেকজন বলেন, ‘অন্যান্য জায়গায় দেখেছি ক্ষতিগ্রস্থদের পাশে কেও না থাকলেও সরকার থাকে। তবে এখানে ভিন্ন চিত্র। সরকারের পক্ষ থেকে আমরা কোন সহযোগীতা পাইনি। ব্যক্তিগত ভাবে বেশ কিছু লোক আমাদের দিকে সহযোগীতার হাত বাড়িয়ে গিয়েছে। স্ত্রী-সন্তান নিয়ে খেয়ে না খেয়ে আমাদের দিন চলছে।’

হিলিমোড় যুব সমাজের পক্ষ থেকে আতিক বাবু নামে একজন বলেন, ‘আমরা আমাদের গ্রামের প্রতিটি ঘর থেকে চাল সংগ্রহ করেছি। সংগ্রহ সেসব চাল আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করলাম। প্রতিবেশী হিসেবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম মাত্র।’

মানবিক সহযোগীতা বিতরণ কালে চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু বলেন, ‘মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্থদের পাশে আমাদের দাঁড়ানো উচিৎ। আমরা নিজ নিজ জায়গা থেকে তাদেরকে সহযোগীতা করলে তারা তাদের ক্ষতি অনেকাংশ কাটিয়ে উঠতে পারবে। আমি ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।’

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর