প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে সাড়ে তিনটার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। মোবাইলে মুনির হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
কারাফটকে মুনির হোসেনকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সেদিন মুনির হোসেনকে আটক করে কারাগারে নেওয়া হয়।
বার্তাবাজার/এম আই