রাজনীতিবীদ,সাংবাদিক ও শুশিল সমাজসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিয়ানীবাজার থানা এলাকাকে অপরাধ মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত ওসি তাজুল ইসলাম। গতকাল ২৭ সন্ধ্যায় বার্তা বাজার প্রতিবেদককে এ কথা বলেন নতুন দায়িত্বপ্রাপ্ত বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম।
এর আগে তিনি কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ,পুলিশ সুপার কার্যালয়ের প্রবাসী ডেস্ক ইনচার্জ, কানাইঘাট থানা অফিসার ইনচার্জ ও কাউন্টার টেররিজম ইউনিট ইনচার্জ ডিএমপিতে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
ওসি তাজুল ইসলাম ২০০১ সালে সাব ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগাদান করেন। তার পৈতৃক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়।
বার্তাবাজার/জে আই