বীর মুক্তিযোদ্ধাদের মুক্তি তরুণ প্রজন্মকে ধরে রাখতে হবে : এমপি মুরাদ হাসান

স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডা: মুরাদ হাসান এমপি বলেছেন, বিএনপি রাজাকার ও পাকিস্তানের দালাল, তাদের বাংলাদেশের জনগণের কাছে ভোট চাওয়ার সাহস নেই। আজকে বিএনপি জামাতের মুখোশ জাতির সামনে উন্মোচিত। তাদের একটাই কাজ বাংলাদেশের উন্নয়ন, অর্জনের ইতিহাসকে অস্বীকার করে দেশকে কি ভাবে বহির্বিশ্বের কাছে নিচু করা করে মান মর্যাদা সকল অর্জনকে হেয়পতিপন্ন করা যায় তার ষড়যন্ত্র করা। বীর মুক্তিযোদ্ধাদের বড় অস্ত্র ছিল দেশপ্রেম। মুক্তিযোদ্ধারা তাদের জীবন দিয়ে আমাদের মুক্ত করে দিয়েছে। আমাদের তরুণ প্রজন্মের তাদের এই মুক্তি ধরে রাখতে হবে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া দেশের স্বার্থে ও দেশের প্রশ্নে আর কারো ভূমিকা নেই। বঙ্গবন্ধু যেভাবে দেশের মানুষকে ভালোবেসে এদেশকে এগিয়ে নিয়ে গেছেন। তার সুযোগ্যকন্যা শেখ হাসিনাও দেশের মানুষকে ভালোবেসে বিশ্বে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হল রুমে শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়ন ও বিস্ময় সাফল্য নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ এম এ লতিফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর