চেয়ারম্যানের ইটভাটার ট্রাক্টরে কেড়ে নিল শিশুর প্রাণ

কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যানের ইটভাটায় মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে ইব্রাহীম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনার পর ট্রাক্টরটি রেখে চালক পালিয়ে গেছেন।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কুরইন গ্রামের মালেক মাস্টারের বাড়ির সামনের সড়কের স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নাল হোসেনের
ভাই ভাই ব্রিকস ফিল্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম ওই এলাকার অটোরিকশা চালক আবদুল আলীমের ছেলে। সে ব্রাকের আওতাধীন গণ শিক্ষা উপ আনুষ্ঠানিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের ছাত্র ছিলো।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টায় মায়ের হাতে নাস্তা খেয়ে বাড়ির পাশের ব্রিকস ফিল্ডের ট্রাক্টরে মাটি ভরাট করার সময় ট্রাক্টরে উঠে খেলছিল শিশুটি। এক পর্যায়ে ট্রাক্টর চালক ট্রাক্টরটি পেছনের দিকে ঘুরাতে গেলে শিশুটি ছিটকে পড়ে ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে মাথা থেতলে ও হাত ভেঙ্গে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা মেডিনোভা হাসপাতালে এবং পরে চান্দিনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, নিহতের বাবা থানায় এসে মামলা দায়েরে অপারগতা জানান। তাই আমরা ইউডি মামলা দায়ের পূর্বক ময়না তদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছি।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর