কাগজের অতিরিক্ত মূল্য বৃদ্ধি এবং টাকা দিয়েও কাগজ না পাওয়ার কারণে কুষ্টিয়া থেকে প্রকাশিত সব পত্রিকা ছাপা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সম্পাদকরা।
যার কারণে শনিবার (২৮ জানুয়ারি) কুষ্টিয়ার স্থানীয় কোন দৈনিক প্রকাশিত হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে, দৈনিক আরশিনগর পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, এমনিতেই পত্রিকা ভর্তুকির মাধ্যমে ছাপানো হয়। তার উপরে কাগজের দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। আবার টাকা দিয়েও চাহিদামত কাগজ পাওয়া যাচ্ছে না। তাই অনেকটা নিরুপায় হয়েই স্থানীয় প্রকাশক এবং সম্পাদকরা এই সিদ্ধান্ত নিয়েছে।
আঞ্চলিক পত্রিকা সচল রাখতে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ বিষয়ে কুষ্টিয়ার কোয়ালিটি প্রেসের মালিক আবুল কাশেম জানান, দাম বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে কাগজের চরম সংকট। টাকা দিয়ে ও আমরা আমাদের চাহিদামত কাগজ পাচ্ছিনা, তাই আর পত্রিকায় ছাপানো সম্ভব হচ্ছে না।
বার্তাবাজার/এম আই