অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকায় নিজেদের শেষ ম্যাচেও জয় পেয়েছে জায়ান্ট ব্রাজিল। প্যারাগুয়ের বিপক্ষে অনেক পরিবর্তন নিয়ে খেলতে নামলেও ২-১ গোলের জয় পেয়েছে তারা।
প্রথম দুটি ম্যাচ শেষেই ব্রাজিলিয়ানদের পরের রাউন্ড নিশ্চিত হয়ে গিয়েছিল। তাই পরের ম্যাচগুলোতে তারা পরীক্ষা নিরিক্ষা শুরু করে। আজকের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষেও একাদশে পরিবর্তন আনে ব্রাজিল।
তবে ম্যাচের শুরুটা কিন্তু গোল হজমের মাধ্যমেই হয়েছিল ব্রাজিলিয়ানদের। অবশ্য বিরতির পূর্বেই সেই গোলটি পরিশোধও করেছিল তারা।
বিরতির আগে ১-১ গোলে সমতা থাকা ম্যাচে বিরতির পর আরেকবার প্যারাগুয়ের জালে বল পাঠায় ব্রাজিল। ফলে ম্যাচটিতে ২-১ গোলে এগিয়ে যায় তারা এবং এই লিড ধরে রেখেই খেলা শেষ করে।
৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরে রাউন্ডে উঠেছে ব্রাজিল। ৪ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে পরের রাউন্ডে উঠেছে প্যারাগুয়ে।
বার্তাবাজার/এম আই