অবকাঠামো নির্মাণে অসঙ্গতির কথা বলেছেন ডিসিরা: অর্থ উপদেষ্টা

ভৌত অবকাঠামো হয়েছে, কিন্তু জনবল না থাকায় তা ব্যবহার করা যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথমদিনের দ্বিতীয় অধিবেশনে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং পরিকল্পনা বিভাগের সাথে ডিসিদের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

বর্তমান প্রেক্ষাপটে বড় বড় প্রকল্প বন্ধ করা বা প্রকল্পের গুরুত্ব ভিত্তিতে প্রজ্ঞাপনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি-না; জানতে চাইলে ড. মশিউর বলেন, ‘এ বিষয়ে সরকারের যে সিদ্ধান্ত প্রকাশিত, সেটা আপনারা জানেন। এ বিষয়ে নতুন কোনো কিছু হয়নি। তারা কোনো প্রশ্নও করেননি। তাই এ বিষয়ে আলোচনা হয়নি।’

তিনি বলেন, ‘তবে তারা বলেছেন প্লানিংয়ে দেখা যায় ভৌত অবকাঠামো হয়েছে, কিন্তু জনবল না থাকায় ভৌত অবকাঠামো ব্যবহার করা যাচ্ছে না। ফলে নষ্ট হয়ে যায়। এ বিষয়ে সঙ্গতিহীনতার কথা বলেছেন জেলা প্রশাসকরা। তারা আরো একটা বিষয়ে কথা বলেছেন যে, কাছাকাছি কোনো জনবসতি নাই। অথচ একটি ব্রিজ আছে। ব্রিজগুলো হয়তো ছোট হবে। এ ধরনের কিছু অসঙ্গতির কথা বলেছেন।’

সরকারি চাকরিজীবীদের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা; জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘এই অধিবেশনে সে আলোচনা হয়নি। তবে চাকরিজীবিদের যে সুযোগ-সুবিধা সেটা জনপ্রশাসনের আলোচনায় যখন আসবে তখন হবে।’

বৈশ্বিক সংকটের মধ্যে ব্যয় সংকোচনের বিষয়ে কথা হয়েছে কি-না; জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যয় সংকোচনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আসবে। যেহেতু এটি প্রশাসনিক বিষয়, তারা বলবে।’

এর আগে ,সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন দিনব্যাপী ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৩’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর