ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে রোগির সংখ্যা

২৪ ঘন্টার ব্যবধানে ঝিনাইদহ সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে রোগী ভর্তি হয়েছেন ৫ জন। মঙ্গলবার দুপুর পর্যন্ত রোগির সংখ্যা বেড়ে ২১ জনে দাড়িয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ১৬ জন। বর্তমান হাসপাতালে ভর্তি আছেন ৫ জন। তারা হলেন, সদরের ব্যাপারিপাড়ার শহিদুল ইসলামের ছেলে রিয়াদুল ইসলাম (২৬), কাননগরে শরিফুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২৩), শৈলকুপা উপজেলার ভাটই এলাকার মোহাম্মদ উল্লার ছেলে শাওন মোল্যা (২১) ও একই এলাকার টনিব (২৫), আরাপুপরের শফিকুল ইসলামের মেয়ে রুবিনা খাতুন (২১)।

ঝিনাইদহ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা: মোকাররম হোসেন জানান, রোগীরা রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে ডেঙ্গু জ¦রের জীবানু নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা দেয়া হচ্ছে। ভর্তিকৃত ৫ জন বাদে অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
তিনি আরও জানান, ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে যাতে কেউ আক্রান্ত না হতে পারে এ ব্যাপারে প্রতিনিয়ত সর্তকতা বার্তা বিভিন্ন মাধ্যমে দিয়ে যাচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগ। এছাড়াও রোগীদেরকে আতংকিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর