গুজব প্রতিরোধে জনসচেতনতা মূলক অনুষ্ঠানে বেনজির আহমেদ এমপি

রাজধানীর উপকন্ঠে ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নে ডেঙ্গু, চিকনগুনিয়া, ফাইলেরিয়া, ম্যালেরিয়া ও পদ্মা সেতুতে শিশুদের মাথা লাগার গুজব প্রতিরোধে জনসচেতনতা মূলক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি। সোমবার (২৯ জুলাই) শরিফবাগ ইসলামিয়া কামেল মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শরিফবাগ ইসলামিয়া কামেল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসিআই গ্রুপের অর্থায়নে ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠান শেষে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ১২০০ শিক্ষার্থীদের মাঝে ব্ল্যাক ফাইটার মশার কয়েল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব বেনজির আহমেদ এমপি বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজবটি আসলে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। এজন্য গুজবে কান দেয়া যাবে না এবং আইন নিজের হাতে তুলে নিয়ে ছেলেধরা হিসেবে কাউকে গণপিটুনিতে হত্যা করাও যাবে না।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসময় তিনি আরো বলেন, ডেঙ্গু, ম্যালেরিয়া, ছড়াচ্ছে আমাদের অসচেতনার কারণে, তাই দেশের সকল শ্রেণী ও পেশাজীবিদের সচেতন হতে হবে। আমরা যখন শিক্ষার্থী ছিলাম, তখন নিজেরাই বাড়ির আশপাশসহ রাস্তার জঙ্গল পরিষ্কার করতাম। আজ ডেঙ্গু, ম্যালেরিয়া বিকট আকার ধারন করেছে, তাই শিক্ষার্থীদের বলবো তোমরা তোমাদের বাড়ির পাশের জঙ্গল, আর্বজনা নিজেরাই পরিষ্কার করবে। দেশটা আমাদের সবার, তাই নিজেদের ভাল দিকটা নিজেদেরই দায়িত্ব নিয়ে দেখতে হবে।

ধামরাইয়ে গুজব প্রতিরোধে জনসচেতনতা মূলক অনুষ্ঠান। -বার্তা বাজার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু প্রমুখ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর