সপ্তম আসরে থাকছে না চিটাগং

বিপিএল সপ্তম আসরের আগেই মালিকানা ছেড়ে দিতে বিসিবিতে চিঠি দিয়েছে চিটাগং ভাইকিংসের ফ্রাঞ্চাইজি মালিক ডিবিএল গ্রুপ। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে জানা যায়, চিটাগং ভাইকিংসের মালিকানা ছেড়ে দিতে ক্রিকেট বোর্ডে চিঠি জমা দিয়েছে ডিবিএল গ্রুপ।

বিপিএল গভর্নিং কাউন্সিলের এক শীর্ষকর্তা জানিয়েছিলেন, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বিপিএলের সপ্তম আসরে চিটাগং ভাইকিংস থাকছে না। তাদের মালিকানা পরিবর্তন হচ্ছে। েগত আসরে একেবারে শেষ মুহূর্তে মালিকানা ছাড়তে চেয়েছিলেন চিটাগং ভাইকিংসের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। এবার কী করবেন জানতে চাইলে ডিবিএল গ্রুপের এ চেয়ারম্যান সম্প্রতি জানিয়েছিলেন, বিপিএলে দল চালানো অনেক ব্যয়বহুল।

অনেক ব্যাপার জড়িয়ে থাকে এর সঙ্গে। বিপিএলের সবশেষ আসরে চিটাগং ভাইকিংসের নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকুর রহিম। গত আসরে ১৩ ম্যাচে ৩৫.৫০ গড়ে ৪২৬ রান করেছিলেন জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটসম্যান। তার নেতৃত্বে সবশেষ আসরে সেমিফাইনালে খেলেছিল চিটাগং।

চিটাগং ভাইকিংসের মালিকানা পরিবর্তন হওয়ার ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় ক্রিকেটাররা। মালিকানা পরিবর্তন হলে নতুন ফ্রাঞ্চাইজি কর্মকর্তাদের পছন্দের ক্রিকেটার হতে পারবেন কিনা, এনিয়ে দুশ্চিন্তায় পড়েছেন গত আসরে চিটাগংয়ে খেলা ক্রিকেটাররা।

তাছাড়া সবশেষ আসরে খেলা ক্রিকেটারের মধ্য থেকে পাঁচজনকে রেখে দেয়ার বিপিএলে যে নিয়ম চালু আছে; ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে পূর্ব পরিচিত না থাকলে অটোমেটিক চয়েজের তালিকায় থাকা নিয়েও দুশ্চিন্তায় লোকাল ক্রিকেটাররা।

অন্যদিকে চিটাগংয়ের জন্য যদি নতুন ফ্রাঞ্চাইজি না যাওয়া যায় তাহলে বিপিএল খেলে যেসব স্থানীয় ক্রিকেটার রুটি-রুজির ব্যবস্থা করেন তাদের খেলার পরিধি কমে যাবে। বিপিএলে দল কমে গেলে স্থানীয় আনকোরা ক্রিকেটারদের খেলাও অনিশ্চিত হয়ে যাবে।

বিপিএলের সবশেষ আসরে চিটাগং ভাইকিংসে যেসব দেশি ক্রিকেটার ছিলেন: মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ, নাইম হাসান, খালেদ আহমেদ, মোহাম্মদ আশরাফুল, নাঈম হাসান, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান ও সাদমান ইসলাম

বিদেশি ক্রিকেটার: লুক রনকি, সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ শাহজাদ, রবার্ট ফ্রিলিঙ্ক, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শনাকা

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর