সৌদিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজন মিয়া (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (২ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় নিহতের বাবা ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১ জানুয়ারি) বিকেলে সৌদি আরবের জিদান শহরের রায়হান এলাকায় নিজ বাসায় তার মৃত্যু হয়।

রাজন মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামের বাসিন্দা। দাম্পত্য জীবনে রাজন এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

ইদ্রিস আলী জানান, প্রায় এক বছর আগে শ্রমিক ভিসায় সৌদি আরবে কাজে গিয়েছিলেন রাজন। গতকাল সেখানে নিজ বাসায় গোসল করে লুঙ্গি শুকাতে দিতে যান। এ সময় ভেজা লুঙ্গি বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের ছোট ভাই হোসাইন আহমেদ বলেন, ভাইয়ের মৃত্যুর খবরে আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আহাজারি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আমি আমার ভাইয়ের মরদেহ যেন দ্রুত দেশে আনা হয়, সেজন্য সরকারের কাছে অনুরোধ করছি।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর