মিয়ানমার থেকে পাচারকালে কক্সবাজারের টেকনাফে ১.৬৫ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২ জানুয়ারি) ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্তে এসব মাদক উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মুহামদ ইফতেখার।
তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বেড়িবাধ এলাকায় অবস্থান নেয় বিজিবি জওয়ানরা। এসময় এক ব্যক্তি মিয়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ অভিমুখে আসতে দেখে জওয়ানদের ধাওয়ার মুখে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে উক্ত স্থানে তল্লাশী চালিয়ে একটি পোটলার ভেতর থেকে ১.৬৫ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদক পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি’র এই কর্মকর্তা।
বার্তাবাজার/এম আই