১০ ডিসেম্বরের আগেই আ. লীগ ক্ষমতা হারিয়েছে: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টর মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করে বলেছেন, ১০ ডিসেম্বরের আগেই আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের ক্ষমতা এখন পুলিশের কাছে। তারাই এখন দেশ চালাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছিলাম যে ১০ তারিখের পর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। কিন্তু আমরা দেখলাম যে ১০ তারিখের আগেই তারা ক্ষমতা হারিয়েছে।’

খোকন বলেন, ‘লক্ষ লক্ষ মানুষকে মামলা হামলা করে অত্যাচার করেছেন। আমরা মনে রেখেছি- এর বিচার একদিন হবেই হবে।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, আমরা বলেছি ১০ তারিখের পর ক্ষমতা আওয়ামী লীগের কাছে থাকবে না। কিন্তু এখন দেখি ১০ তারিখের আগেই আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে। ক্ষমতা এখন পুলিশের কাছে, পুলিশই এখন সবকিছু নিয়ন্ত্রণ করছে।

তিনি বলেন, আপনারা ভয়ে আমাদের মহাসচিবসহ অন্যান্য অনেক নেতাকে আটক করেছেন। এ আটকের মাধ্যমে আপনাদের দৈন্যতার প্রকাশ পাচ্ছে।

বার্তাবাজার/জে আই

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর