সমাবেশ থেকে বিএনপি এমপিদের পদত্যাগের ঘোষণা আসতে পারে

রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশ থেকে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। শনিবার (১০ ডিসেম্বর) বগুড়া-৬ আসনের এমপি ও বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আজকের সমাবেশ থেকেই আমরা পদত্যাগের ঘোষণা দেব। দলের পক্ষ থেকে ইতোমধ্যে এমপিদের পদত্যাগ করতে বলা হয়েছে।

জাতীয় সংসদে বিএনপির সাত এমপি রয়েছেন, যাদের মধ্যে একজন সংরক্ষিত নারী আসনের এমপি।

এদিকে কোরআন পাঠের মধ্য দিয়ে শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়।

শুক্রবার রাতেই গোলাপবাগ মাঠ ভরে যায়। শনিবার ভোর হতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন কর্মীরা। ইতোমধ্যে বিএনপি কর্মীদের উপস্থিতি মাঠ ছাড়িয়ে নেমেছে সড়কে। মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

সমাবেশের মূল মঞ্চে প্রথম শ্রেণির ২টি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। যার একটিতে খালেদা জিয়া ও অপরটিতে তারেক রহমানের নেমপ্লেট রাখা হয়েছে।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর