তাড়াইলে গাঁজাসহ নারী ব্যাবসায়ী আটক

কিশোরগঞ্জের তাড়াইলে জেলা গোয়েন্দা শাখার পুলিশ বিশেষ  অভিযান চালিয়ে আম্বিয়া খাতুন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে।

 

ধৃত আম্বিয়া খাতুন উপজেলার দামিহা ইউনিয়নের পশ্চিম পাড়ার  আনজু মিয়ার স্ত্রী।

 

জেলা গোয়েন্দা শাখার পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর)  রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক রাজীব আহমেদ পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দামিহা ইউনিয়নের দামিহা  পশ্চিমপাড়া গ্রামে  বিশেষ অভিযান চালিয়ে  একই গ্রামের আম্বিয়া খাতুনকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেন।আসামীকে জিজ্ঞাসাবাদ করলে আম্বিয়া খাতুন  স্বীকার করে  বলেন অবৈধ ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে ১ কেজি গাঁজা তার হেফাজতে রাখেন।

 

রাজীব আহমেদ বলেন,গতকাল বৃহস্পতিবার  রাত ৭টা ৩০ মিনিটের দিকে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের দামিহা পশ্চিমপাড়া এলাকার আনজু মিয়ার বসত ঘরের সামনে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে  ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আম্বিয়া খাতুন  নামে এক মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

 

তাছাড়া আসামীর বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক) ধারায় তাড়াইল থানায় মামলা রুজু করার পর আজ ৯ ডিসেম্বর শুক্রবার  দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে আসামীকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

 

বার্তাবাজার / এম এইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর