আইপিএলে সাকিবকে অপমান

কলকাতা-হায়দ্রাবাদের ম্যাচের শেষ ওভারে বল দেওয়া হয়েছিলো সাকিবকে। আর সেই ম্যাচেই সাকিবকে মেরে দুই বল বাকী থাকতেই ম্যাচ জিতে নেয় কলকাতা। তবে এই ওভার কেন বল দেওয়া হয়েছে সাকিবকে তা নিয়ে প্রশ্ন রানার।
এই ব্যাপারে তিনি বলেন ,’ শেষ ওভারটা অনেক গুরুত্বপূর্ণ ছিল।

সেসময় ভুবনেশ্বর বা অন্য কেউ বোলিং করলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। আমার মনে হয়, তাদের পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। রাসেল-গিল ক্রিজে থাকলে ফাইনাল ওভারে কোনোভাবেই আপনি স্পিনার আনতে পারেন না।

শেষ ১৮ বলে জয়ের জন্য কলকাতার দরকার ছিল ৫৩ রান। আন্দ্রে রাসেল ও শুভমান গিলের ব্যাটে ২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে নাইটরা। শেষ ওভারে ২ ছক্কা মেরে জয় নিশ্চিত করেন গিল। শেষ পর্যন্ত ১০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর