ঢাকায় সাত লাখ সিম ঢোকার বিষয়ে যা জানাল মোস্তাফা জব্বার

ঢাকায় শুধু গত বুধবার রাত ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় প্রবেশ করেছে প্রায় ৭ লাখ মোবাইল ফোন সিম। একই সময়ে রাজধানী থেকে বাইরে গেছে প্রায় দেড় লাখ সিম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) ডেটাবেজ ও কলপ্রবণতা বিশ্লেষণকারী একটি সূত্র এ তথ্য জানিয়েছে যার ফলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

অনেকেই বলছেন, বিএনপির আগামীকালের সমাবেশকে কেন্দ্র করে এসব সিম ঢাকায় ঢুকেছে। আসলে গত চব্বিশ ঘন্টায় কি পরিমান সিম ঢাকায় ঢুকেছে সাত লাখ না কি কম বা বেশি।

এমন প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগোযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, সাত লাখ সিম যে ঢাকায় ঢুকেছে সেই তথ্যের উৎস কি?

তিনি বলেন, কতটা সিম ঢাকায় ঢুকেছে সেই তথ্য ঘোষনাকারী কর্তৃপক্ষ আমি। এখনো এরকম কোন পরিসংখ্যান আমরা তৈরি করিনি। তাহলে সাত লাখ সিম ঢাকায় ঢুকেছে সেই খবরের ভিত্তি কি?

তিনি বলেন, কি পরিমান সিম ঢুকেছে এই পরিসংখ্যান তৈরিতে প্রথমে অপারেটরদের কাছ থেকে তথ্য নিয়ে বিটিআরসি সেই তথ্য কম্পাইল করে তারপর আমি সেই তথ্যেকে প্রকাশ্যে ঘোষণা করি। এখানে লুকোচুরির তো কিছু নেই।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর