ধোবাউড়ায় রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী

বেগম রোকেয়া দিবস ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ধোবাউড়ায় ৫ জন মহিয়সী নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

 

সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ টি ক্যাটাগরিতে তাদেরকে এই সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় তথ্য কর্মকর্তা ফরিদা পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন,সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, ধোবাউড়া আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব তালুকদার, সম্মাননা প্রাপ্তদের মাঝে বক্তব্য রাখেন কলসিন্দুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও কলসিন্দুর নারী ফুটবল টিমের ম্যানেজার মালা রাণী সরকার, ভালুকাপাড়া সেন্ট তেরেজাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্শেল সিসাম। সম্মননা প্রাপ্তরা হলেন- মালা রাণী সরকার-সমাজ উন্নয়নে ভূমিকা,মমতাজ বেগম- সফল জননী,রাবেয়া আক্তার কানন- শিক্ষা ক্ষেত্রে ,মাহমুদা আক্তার রানু- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন(উদ্যাক্তা)আলেহা খাতুন- বিভিষীকা মুছে সফল নারী।

 

বার্তাবাজার/ এম এইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর