অবশেষে নিখোঁজ বাবুল মাঝির মরদেহ উদ্ধার

বেশ কয়েক দিন আগে নিখোজ হয়েছিল জেলে বাবুল মাঝি। অবশেষে ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া জেলে মো. বাবুল মাঝির (৩৫) ভাসমান মরদেহ ঘটনার ৩ দিন পর উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টায় স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখে কোস্টগার্ডকে টিমকে খবর দেয়। পরে কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তারা তার মরদেহ উদ্ধার করে তজুমদ্দিন থানায় নিয়ে যান।

বিষয়টি তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ওসি জানান, ঘটনাস্থলের ৪ কিলোমিটার দূর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে পচন ধরেছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জানা যায়, বাবুল তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমানের ছেলে।

তবে জানা যায়, এর আগে সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রামপ্রসাদ মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলার নোঙর করতে গেলে পায়ে রশি পেঁচিয়ে নদীতে পড়ে যায় বাবুল। এরপর কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো খোঁজ পায়নি।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর