মধ্যরাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস ‘গ্রেফতার’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত তিনটার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমকে উদ্ধৃত করে শায়রুল কবির বলেন, ‘ডিবি পুলিশ সদস্যরা রাত তিনটার দিকে উত্তরার বাসায় এসে বলেছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করছেন।’

অন্যদিকে, রাত ৩টা ২০ মিনিটে ঢাকার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ সদস্যরা মির্জা আব্বাসকে আটক করে নিয়ে গেছেন বলেও জানান শায়রুল কবির ।

বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ডিবি অফিসে নেওয়া হয়েছে।’

বিএনপির অফিশিয়াল ফেসবুকে এ গ্রেফতারের খবর জানিয়ে বলা হয়েছে, ‘দিনের আলোয় মিথ্যা সমঝোতার কথা বলে রাতের আঁধারে হানাদার আল বদরদের মতো আচরণ করা সরকারের এহেন কর্মকাণ্ডের জন্য তাদের ধিক্কার জানাচ্ছি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর