কালিগঞ্জে অভিনব কায়দায় হালখাতার টাকা উত্তোলন করছে ব্যবসায়ী

সাতক্ষীরার কালিগঞ্জে অভিনব কায়দায় হালখাতার টাকা উত্তোলন করছে এক ব্যবসায়ী।

জানা গেছে, উপজেলা সদরের এ ব্যবসায়ী কয়েক বছর যাবত তার ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সময়ের মধ্যে তার ব্যবসা প্রতিষ্ঠানে অর্ধলক্ষ টাকা বাকিতে চলে যাওয়ায় ওই ব্যবসায়ী অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

এমতাবস্থায় গত ৭ ডিসেম্বর তার প্রতিষ্ঠানে শুভ হালখাতার দিন ধার্য করা হয়। কিন্তু সেখানেও বাকি নেওয়া গ্রাহকরা তুলনামূলক কম আসায় ৮ ডিসেম্বর থেকে ওই ব্যবসায়ী মাইকে প্রচারের মাধ্যমে অভিনব কায়দায় টাকা উত্তোলন করছে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীসহ গ্রাহক মহলে ব্যাপক সাড়া পড়েছে।

স্থানীয় চা বিক্রেতা আলমগীর হোসেন জানান, বর্তমানে গ্রাহকরা বাকি খেলে টাকা দিতে চাই না। ব্যবসায়ী শিমুলের এই অভিনব উদ্যোগকে আমি স্বাগত জানাই।

ঔষুধ ব্যবসায়ী মীর মাসুম বিল্লাহ বলেন, সিমেন্ট ব্যবসায়ী শিমুল ভাইয়ের এ উদ্যোগটি খুবি ভালো হয়েছে।

এদিকে ব্যবসায়ী শিমুল হোসেন এ প্রতিবেদককে জানান, ব্যবসা করতে এসে দেওয়ালে পিট ঠেকে গেছে তাই বাধ্য হয়ে এ পথ বেঁছে নিয়েছি।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর