আলো জ্বেলে পটুয়াখালী হানাদার মুক্ত দিবস স্মরণ

আলো জ্বেলে পটুয়াখালী হানাদার মুক্ত দিবস স্মরণ করেছে সাংস্কৃতিক সংগঠন সুন্দরম, খেলাঘর আসর ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কর্মীরা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সুন্দরম মুক্ত মঞ্চ থেকে আলোর মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস কান্তি দত্তের সভাপতিত্বে মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি স্বপন ব্যনার্জী, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। এ সময় বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, বাদল ব্যনার্জি, শাহজাহন চৌধুরী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শতাধিক কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর