সারিয়াকান্দিতে বসতবাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগ

বগুড়া সারিয়াকান্দিতে বসতবাড়ীতে হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত বুধবার রাতে সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আন্জু মনোয়ারা। ঘটনাটি ঘটেছে উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের দেবডাঙ্গা এলাকায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, দেবডাংগা গ্রামের সামছুল ইসলাম শ্যামলের স্ত্রী আন্জু মনোয়ারা বেগম এর সাথে প্রতিবেশি শাহিনুর ইসলাম এর স্ত্রী রুমানা বেগমের দির্ঘদিন যাবত বসতবাড়ি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ৭টার সময় উপজেলার নারচী ইউনিয়নের খাজা মিয়া (৫০), রুমান মিয়া এবং শাহিনূর ইসলাম মন্ডলের স্ত্রী রুমানা বেগমের নেতৃত্বে ১০ হতে ১২ জন অঙ্গাতনামা কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী আন্জু মনোয়ারার বসত বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসতবাড়ির টিনের বেড়া, টিনের চালা এবং প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করে।

এ বিষয়ে আন্জু মনোয়ারা বেগম বলেন, আমার প্রতিবেশির সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিবাদ চলমান ছিল। আমার স্বামী বর্তমানে ঢাকায় অবস্থান করছে। এ সুযোগে ভাড়াটিয়া সন্ত্রাসী এসে আমার বসতবাড়িতে হামলা চালিয়ে আমাদের মারপিট করে। ভয়ে আমারা ৯৯৯ এ কল দেই। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করেছে।

এ বিষয়ে অভিযুক্ত রুমানা বেগম বলেন, তারা আমাদের দখলকৃত সরকারি বাঁধের জমিতে জোর করে বাড়ি করেছে। তাই তাদের অবৈধ বাড়ি আমরা ভেঙে দিয়েছি।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই ঘটনাস্হল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর