খোকসায় ৪০ বছরের আ.লীগ অফিস ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় দখল করে ভবন নির্মাণের অভিযোগ

কুষ্টিয়ার খোকসা আমলাবাড়ি বাজারের প্রায় ৪০ বছরের আওয়ামী লীগের অফিস গোপগ্ৰাম ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেনের ছত্রছায়ায় দখল করে নিয়ে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিখেকো আত্তাপ উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে গোপকগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেনের ছত্রছায়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই আত্তাপ রাতের আধারে ভবন নির্মাণ করে চলছেন।

তবে অভিযোগ অস্বীকার করে আত্তাপ বলেন, ‘ কয়েক বছর পূর্বে ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেনের নিকট থেকে আমার জামাই রেজাউল আমলাবাড়ি বাজারে ৪০ পয়েন্ট জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গি গ্রামের মৃত আজহার মিয়ার ছেলে রবিউল, সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম বাদশা বিভিন্ন ধরনের প্রতিবন্ধীকতা সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে আদালতে দেওয়ানী মামলা করে নিষেধাজ্ঞা জারি করায় কাজ বন্ধ রয়েছে।’

রবিউলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেন, ‘ ৪০ বছর ধরে স্থানটিতে আওয়ামী লীগের অফিস। ইউনিয়নে আওয়ামী লীগের সকল নির্বাচনের কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়। কিন্তু হুট করে আত্তাপ চেয়ারম্যানেরর যোগসাজেসে দখল করে ভবন নির্মাণ করছেন। আমরা তীব্র নিন্দা জানায়।’

গোপগ্ৰাম ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন জানান , প্রায় ৪০ বছর যাবত আওয়ামীলীগের অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছিল। হঠাৎ করে ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন ছত্রছায়ায় অফিসটি দখল করে ভবণ নির্মাণ করছে। এই ঘটনায় আওয়ামীলীগের নেতা কর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

গোপগ্রাম ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন বলেন, আত্তাপের জামাই প্রবাসী রেজাউল জমি কিনে ভবন নির্মাণ করছেন। এবিষয়টি নিয়ে মামলা মোকাদ্দামা ঝামেলা চলছে। আশা করছি প্রশাসনের মাধ্যমে বিষয়টির সঠিক সুরহা হবে।’

খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার বলেন, ‘ ৪০ বছর ধরে যেখানে আওয়ামী লীগের অফিস। সেখানে হুট করে অন্যের ভবন নির্মাণ। যা অত্যন্ত দুঃখজনক। আশা করছি প্রশাসন বিষয়টি গুরত্বসহকারে দেখবেন।’

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, ‘ বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’ এই বিষয়ে কোনো অভিযোগ পাইনি।

মোশারফ/বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর