ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটা সংরক্ষণের দাবিতে সরাইলে পদযাত্রা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কৃতি সন্তান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব বিপ্লবী উল্লাসকর দত্তের সরাইল উপজেলার কালীকচ্ছের জন্মভিটা সংরক্ষণের দাবিতে পদযাত্রা করেন কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে উপজেলা প্রশাসন চত্বর ঘুরে উল্লাসকর দত্তের কালীকচ্ছের বাড়ি প্রদক্ষিণ শেষে প্রায় ২ কিলোমিটার পথ হেঁটে কালীকচ্ছ ইউনিয়নের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

উদীচী সরাইল শাখার সভাপতি মোজাম্মেল হক পাঠানের সভাপতিতে ও উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের আহবায়ক আহমেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন-ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা উদীচীর সহ-সভাপতি কবি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম, কবি আশেক জুনায়েদ, জেলা কমিউনিষ্ট পার্টির সম্পাদক সাজেদুল ইসলাম, নোঙ্গর, ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক খালেদা মুন্নি, কমিউনিষ্ট নেতা দেবদাস সিংহ রায়, ফজিলাতুন্নেছা প্রমুখ। বক্তারা উপমহাদেশের স্বাধীনতাকামী বীর পুরুষ উল্লাসকর দত্তের স্মৃতি রক্ষার্থে তাঁর বাড়িটি সংরক্ষণের দাবি জানান। বক্তারা বলেন, বাড়িটি সংরক্ষণ করতে ব্যর্থ হলে ইতিহাস থেকে মুছে যেতে পারে উল্লাসকর দত্তের নাম।

রাসেল/বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর