তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৪৪ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের তাড়াইলে তিন ওষুধ ফার্মেসীকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ৬ডিসেম্বর দুপুর ২টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক এই তিন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ও সেম্পল ওষুধ রাখায় দায়ে ৪৪ হাজার টাকা জরিমানা করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবদুর রউফ তালুকদার ও তাড়াইল থানা পুলিশ।

মেয়াদ উত্তীর্ণ ও সেম্পল ওষুধ রাখার দায় এবং দোকানের মালিকগণ স্বেচ্ছায় তাদের অপরাধ স্বীকার করায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক ভুক্তা অধিকার আইনের ৫১ ধারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের অমিত ফার্মেসিকে ৩ হাজার, ইউনিক ডায়াগনস্টিক সেন্টারকে ১১ হাজার ও ভুক্তা অধিকার আইনের ৩৭ ধারায় বন্ধু মেডিকেল ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর