লালমনিরহাট মুক্ত দিবস উপলক্ষে বার্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাট জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে বার্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ০৬ ডিসেম্বর সকালে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে লালমনিরহাট সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি বার্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পুরানবাজার,বিডিআর হাট,মিশনমোর চত্তর হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধার সন্তানের তাদের বীরত্ব গাথা জীবনের স্মতিচারণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক টি.এম.এ মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান,সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য সফুরা বেগম রুমি, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক,গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু সহ অনেকেই।

বার্নাঢ্য শোভাযাত্রা বীরমুক্তি যোদ্ধা, জেলায় কর্মরত বিভিন্ন অফিসের কর্মকর্তা,কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেনীপেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মিজানুর/বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর