টঙ্গীতে ৪০ মাদকসেবী আটক অতঃপর পুনর্বাসন

গাজীপুরের টঙ্গীতে রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ জন মাদকসেবীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) ভোর ৫টা থেকে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটককৃত মাদকসেবীদের মিরপুরে সরকারি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে টঙ্গী রেলওয়ে স্টেশন, শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুসহ আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় এসব স্থান থেকে ৪০ জন মাদকসেবী ভবঘুরেকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘ দিন ধরে এসব এলাকায় ভাসমান অবস্থান করে বিভিন্ন মাদক সেবন করে আসছিল। জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাদের মিরপুর সরকারি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর