মোবাইল কোর্টে এক মাদকসেবীর এক বছরের কারাদণ্ড

তেঁতুলিয়ায় মোবাইল কোর্টে আজাদ হোসেন (৩৪) নামের এক মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজার ও জিয়ানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে আজাদ হোসেন নামের এক ব্যক্তিকে তার নিজ বাসা হতে ইনজেকশনসহ আটক করা হয়।

আটককৃত আজাদ মাদক সংরক্ষণ ও সেবনের কথা স্বীকার করায় তাকে তাৎক্ষনিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের কারাদণ্ড এবং এক‘শ টাকা অর্থদণ্ড ও অর্থ অনাদায়ে আরো ৩ দিনের কারাদণ্ড প্রদান করে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আজাদ হোসেন তেঁতুলিয়া ইউনিয়নের জিয়ানগর গ্রামের গ্রামের আ. রহমানের পুত্র। এ সময় তেঁতুলিয়া মডেল থানার এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর