ভারতের বিপক্ষে জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঘরের মাটিতে সফরকার ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ দল। এক উইকেটের রুদ্ধশ্বাস এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা (ঊর্মি) এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ দলকে জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ে নেমেছিল বাংলাদেশ। যেখানে টাইগার পোস্টারবয় সাকিব আল হাসানের পাঁচ ও পেসার এবাদত হোসেনের চার উইকেটের সুবাদে মাত্র ১৮৬ রানেই অলআউট হয়ে যায় ভারতীয় দল।

জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশও ১৩৬ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে খাদের কিনারায় পড়ে গিয়েছিল। তবে ১১ নম্বরে নামা মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত এক জুটিতে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

রোহিত-কোহলিদের হতাশায় ডুবিয়ে অবিশ্বাস্য এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ একই ভেন্যুতে আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর