যুবদল সভাপতি টুকুসহ সাতজন ৪ দিনের রিমান্ডে

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সহসভাপতি নুরুল ইসলাম নয়নসহ সাত আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিন করে রিমান্ড দেন।

পুলিশের ওপর হামলার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পল্টন মডেল থানার উপপরিদর্শক (এশাই) বিজন কুমার বিশ্বাস আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোফি উদ্দিনের আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন- মোশারফ হোসেন খোকন, মোকলেস মিয়া, জজ মিয়া, আব্দুল্লাহ ও ফরিদ উদ্দিন মনা।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের মে মাসে পল্টন এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা করা হয়।

এর আগে শনিবার রাজশাহীর বিএনপির গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিনবাজার থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। রাত সোয়া ১১টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর