কুষ্টিয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়া দৌলতপুরে ড. মু. ফজলুর হক গার্লস ডিগ্ৰী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

নানা আয়োজনে মধ্যে দিয়ে রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বাগোয়ান ডাংমড়কা ড. মু. ফজলুর হক গার্লস ডিগ্ৰী কলেজে এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে ড. মু. ফজলুর হক গার্লস ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ নাছরীন আফরোজ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -১ আসনের সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরয়ার জাহান বাদশা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, কলেজের গভেনিং বডির সভাপতি এ,এন নাসির উদ্দিন আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরয়ার জাহান বাদশা জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে ও অনুষ্ঠান শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এর মাধ্যমে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। মেধা যাচাই সুই সুতা ও ভারসাম্য রক্ষার খেলা প্রতিযোগিতাসহ মোট ৩টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর