শ্রীপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক ১

মাগুরার শ্রীপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ আলমগীর প্রধান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

বুধবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ওয়াপদা নামক স্থান থেকে শ্রীপুর থানা পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। সে মুন্সিগঞ্জ সদর উপজেলার খাসকান্দি গ্রামের জামাল প্রধানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কুষ্টিয়া থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে দুই মাদক ব্যবসায়ী শাহ ফরিদ পরিবহনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার এসআই নয়ন বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স ঢাকা-মাগুরা মহাসড়কে ওয়াপদা নামক স্থানে শাহ ফরিদ পরিবহনে অভিযান পরিচালনা করেন। এ সময় আসামি আলমগীর প্রধানকে তল্লাশি পূর্বক তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং অপর মাদক ব্যবসায়ী সোহাগ (৩০) পালিয়ে যাই।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। বিচারের নিমিত্তে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর