ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিঠু শেখ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ২ টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পীতাম্বর বশী গ্রামের স্কুল পাড়ায় এঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই এলাকার দিনমজুর শহিদ শেখের ছেলে ও ডাঁসা মহুর আলী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মাদ্রাসা ছাত্র মিঠু বেলা ২ টার দিকে সুপারি গাছের মাথায় ব্রাজিলের পতাকা টাঙাতে গাছে উঠেছিল। এসময় বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এবং তাঁর পা পুড়ে যায় এবং মুখ দিয়ে ধোঁয়া বের হতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘ মিঠু হাসপাতালে পৌছানোর আগেই মারা গেছে।’

এবিষয়ে ওই ছাত্রের চাচাতো ভাই পলাশ মাহমুদ বলেন, ‘ মিঠু ব্রাজিলের সমর্থক ছিল। সুপারি গাছে পতাকা টাঙাতে উঠেছিল। এসময় বিদ্যুতের সর্ট লেগে সে মারা যায়।

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন মুঠোফোনে বলেন, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এবিষয়ী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

মোশারফ/বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর