দৌলতপুরে লালচাঁদ বাহিনীর গুলিবর্ষণ!

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে আফজাল হোসেন নামে এক নিরীহ গ্রামবাসীর বাড়িতে গুলি বর্ষণ করেছে এক সময়ের ত্রাস লালচাঁদ বাহিনীর সদস্যরা। সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার ফিলিপনগর এলাকায় ঘটনা ঘটে।

আফজাল হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাত সাড়ে ৭ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আলতাব হোসেনের ছেলে এবং এক সময়ের ত্রাস লালচাঁদ বাহিনীর সদস্য রওশন সহ ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী আফজাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে এসে নাম ধরে গালাগাল দিতে থাকে। ওই সময় বাড়িতে আফজাল হোসেন না থাকায় তার মেয়ে সাদিয়া সুলতানা বাড়ি থেকে বের হয়ে আব্বু নেই বলে জানালে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষন করে। এ ঘটনায় মুহূর্তের মধ্যেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে গুলির শব্দ শুনে এলাকাবাসী জাতীয় সেবা ৯৯৯ ফোন করে পুলিশকে অবহিত করলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আফজাল হোসেন বাদী হয়ে দৌলতপুর থানা একটি এজাহার দায়ের করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, এ ঘটনায় একটি এজাহার পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইননগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পারভেজ/বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর