রাতে সন্তান প্রসব, সকালে পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে হাসিনা

পিরোজপুরের নাজিরপুরে প্রথম পরীক্ষার আগের রাতে সন্তান প্রসব করে সকাল বেলা এসএসসি পরীক্ষা দেওয়া হাসিনা আক্তার জিপিএ ৫ পেয়েছে। তিনি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের মো. রায়হান ফকিরের স্ত্রী।

হাসিনা আক্তার স্থানীয় দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ ৫ পেয়েছেন।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় জানান, প্রথম পরীক্ষা ছিল ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। আগের দিন বুধবার (১৪ সে্প্টেম্বর) রাতে বাচ্চা প্রসব করে হাসিনা আক্তার। এরপরও সকালে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নেয়। হাসিনা আক্তার বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী।

ওই প্রসূতির মা সাজেদা বেগম জানান, তার মেয়ে হাসিনা আক্তার শ্বশুর বাড়িতে স্বাভাবিকভাবে ছেলে সন্তানের জন্ম দেয়। ছেলের নাম রাখা হয়েছে জায়ান।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর