দুর্দান্ত এক গোলে ব্রাজিলকে এগিয়ে নিলেন কাসেমিরো। ৪৩তম মিনিটে ডি বক্সের মাথা থেকে জোরালো শটে গোল আদায় করেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।
ন্য সমতায় প্রথমার্ধের খেলা শেষ করলো ব্রাজিল-সুইজারল্যান্ড। বিশ্বকাপের ‘জি’ গ্রুপের এই ম্যাচের প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল পাঁচবারের চ্যাম্পিয়নরাই। ৫৪% বল দখলে রেখে ব্রাজিলিয়ানরা সুইজারল্যান্ডের গোলবারে নেয় ৬টি শট । যার দুটি ছিল অনটার্গেটে। বিপরীতে পুরো প্রথমার্ধে মাত্রই একটি শট নেয় সুইসরা।
বার্তাবাজার/এম আই