সিলেটে সাংবাদিকদের উপর হামলা,প্রতিবাদে রাস্তা অবরোধ

সিলেটে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে এ ঘটনাটি ঘটে। এসময় তাৎক্ষণিকভাবে হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন সিলেটে কর্মরত সংবাদকর্মীরা। অবরোধের একপর্যায়ে এসএমপি’র কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ এর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।

অসাধু স্বর্ণ ব্যবসায়ীদের দ্বারা এসময় হামলার শিকার হন বেসরকারি টেলিভিশন নিউজ ২৪ এর ভিডিও জার্নালিস্ট শফি আহমেদ।একইসাথে এনটিভির ক্যামেরাও ভাংচুরে উত্ত্যক্ত হয়ে উঠেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,দেশ টিভি’র ক্যামেরা পারসন সাংবাদিক আশরাফুল কবীরের বাসায় চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারে আজ দুপুরে অভিযানে নামে পুলিশ। সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে চোরকে সাথে নিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালায় তারা ।অভিযান চলাকালে চোরের তথ্যানুযায়ী পুলিশ মার্কেটের ভেনাস জুয়েলার্সে তল্লাশী করে।

এ ঘটনায় সাংবাদিকরা সংবাদের ছবি তোলতে গেলে ব্যবসায়ীরা সাংবাদিকদের উপর চড়াও হন এবং বাঁধা প্রদান করেন।বাঁধা দেয়ার একপর্যায়ে সাংবাদিক শফি আহমেদও এনটিভির ক্যামেরার উপর হামলা করেন স্বর্ণ ব্যবসায়ীরা। এই ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবীতে তাৎক্ষণিকভাবে রাস্তায় নামেন স্থানীয় সাংবাদ কর্মীরা।

সাংবাদিকদের উপর হামলার খবর পেয়ে সিলেটের সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ ও কোতোয়ালি থানার ওসি ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন। এবং অবরোধ প্রত্যাহার করতে আলোচনার মাধ্যমে চেষ্টা করেন।পরে ওসি’র আশ্বাসে সাংবাদিকরা নিবৃত হন।

এসময় সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু ও জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ সাংবাদিক নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

সাইফুল/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর