সিলেটে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

সিলেটে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসন এর আয়োজনে নগরীর রিকাবীবাজারস্হ সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে সকালে অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই এর যুগ্ম প্রকল্প পরিচালক মিজ নাহিদ সুলতানা মল্লিক, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ,সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন প্রমুখ।

সিলেটে দুইদিন ব্যাপী আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার আজ প্রথম দিন।আজকে মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ছাড়াও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দ্বিতীয় দিনেও রয়েছে নানা কর্মসূচি।ইতোমধ্যে মুহাম্মদ আলী জিমনেসিয়ামে ছোট ছোট স্টলে সেজেছে ডিজিটাল উদ্ভাবনী মেলা।দর্শনার্থীরা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা উপভোগ করতে পারবেন।

সাইফুল/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর