পাবনায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

পাবনায় স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও স্বাস্থ্যর মান উন্নত করার লক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে প্রায় দু’ঘন্টা ব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

পাবনা সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম ফারুক প্রিন্সের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী , সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.ওমর ফারুক মীর, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ.স.ম আব্দুর রহিম পাকন, প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তা’রা।

সভার শুরুতেই পাবনায় করোনা পরিস্থিতির কাটিয়ে হাসপাতালের সেবার মান আরো উন্নত করাসহ হাসপাতাল পিসিআর ল্যাব, আইসিইউ সেবা,হাসপাতালে উচ্চ প্রবাহের অক্সিজেন সরবরাহ সহ সকল স্বাস্থ্য সেবা দেওয়া তাগিদ দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

তিনি আরো বলেন, আমরা চিকিৎসকদের পাশে আছি। সবধরনের সহযোগিতার জন্য প্রস্তুত আ.লীগ সরকার। সাধারণ মানুষের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছিয়ে দিতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের আন্তরিক হতে হবে।

মাসুদ/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর