মাগুরার শ্রীপুরে কোভিড-১৯ বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা

মাগুরার শ্রীপুরে রবিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের C4D খাতের আওতায় ৫-১১বছর বয়সী শিশুদের করোনা ভাইরাস কোভিড -১৯ ভ্যাকসিন প্রদান ক্যাম্পেইন উপলক্ষে কমিউনিটি ডায়ালগ/ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার রেজাউল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগীস সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সিনিয়র প্রশিক্ষক সামসুন্নাহার সাথী, ফুড প্রসেসিং প্রশিক্ষক নাহিদা সুলতানা, প্রশিক্ষক আশরাফ হোসেন পল্টু প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়ন থেকে আগত মহিলাদের মাঝে অতিথি বৃন্দ কোভিড-১৯ এর বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।

তাছিন/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর