লালপুরে ৫ পর্নোগ্রাফি বিক্রেতা আটক

নাটোরের লালপুরে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট পর্নোগ্রাফি বিক্রয় করায় ৫ জনকে আটক করেছে র‌্যাব-৫।

আটককৃতরা হলো- উপজেলার নাগশোষা গ্রামের শ্রী রাধেস শ্যামের ছেলে শ্রীরাজ কুমার (২৬), মোহরকয়া বাঙ্গাপাড়া গ্রামের ইলাহী বক্স এর ছেলে আয়নাল হক (২৪),নওপাড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে রবিউল ইসলাম বাবু (২৬) ও চাঁদ আলী সরকারের ছেলে মোঃ হোসাইন (২৬), মোঃ হাসান (৩২)।

শনিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার বিলমাড়িয়া বাজার ও নওপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পাঁচটি সিপিইউ, দশটি হার্ডডিক্স, একটি মনিটর, একটি এসএসডি কার্ড, মাউস, কি-বোর্ড জব্দ করা হয়।

র‌্যাব-৫ জানায়, গত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিলমাড়িয়া বাজার ও নওপাড়া বাজার এলাকায় র‌্যাবের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ।

এসময় দীর্ঘদিন থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট পর্নোগ্রাফি বিক্রয় করায় ৫জন কে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে পাঁচটি সিপিইউ, দশটি হার্ডডিক্স, একটি মনিটর, একটি এসএসডি কার্ড, মাউস, কি-বোর্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৩)/৮(৫)(ক)/৮(৫)(খ)/৮(৫)(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

রবিবার (২৭ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সকল তথ্য জানানো হয়।

টুটুল/বার্তাবাজার/এইচ এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর